টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে “ডামি নির্বাচন” আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইলের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ মে) ভূঞাপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা কামরুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, বাদী পক্ষ অভিযোগ করেন, গত বছরের ৭ জানুয়ারি ভারতের নির্দেশে শেখ হাসিনা ও অন্য আসামিরা মিলে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করেন। এতে ভোট ডাকাতির মাধ্যমে টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে বিজয়ী ঘোষণা করা হয়।
আসামিদের মধ্যে কারা রয়েছেন?

মামলার অভিযোগপত্রে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মী।

এছাড়াও মামলায় তিনজন সংবাদকর্মীকে আসামি করা হয়েছে, ডিবিসি নিউজের সোহেল তালুকদার, দেশ টিভির অভিজিৎ ঘোষ, ও দৈনিক যুগান্তরের আসাদুল ইসলাম বাবুল।

মামলার বাদি কামরুল হাসান জানান, ভোটের দিন তিনি ও অন্যান্য ভোটাররা কেন্দ্রে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয়। তিনি জানান, প্রশাসনের সহযোগিতায় প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়।

এদিকে মামলার শুনানিতে বিচারক রুমেলিয়া সিরাজাম মামলাটি আমলে নেন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ আগস্ট ২০২৫।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান খান বলেন, “এটি একটি রাজনৈতিক চক্রান্তের চিত্র উন্মোচনের প্রথম ধাপ। আমরা ন্যায়বিচার আশা করছি।”

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »