মাভাবিপ্রবিতে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিভাগের সেমিনার হলে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “Outcome Based Education (OBE) বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি অপরিহার্য কাঠামো। শিক্ষার্থীদের দক্ষতা, আচরণ ও মূল্যবোধের বিকাশই OBE-এর মূল লক্ষ্য। অর্থনীতি বিভাগে এর বাস্তবায়ন একটি যুগোপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।”

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম উপস্থিত ছিলেন।

কর্মশালায় Outcome Based Education পদ্ধতির মূল লক্ষ্য, পাঠ্যক্রম উন্নয়ন, মূল্যায়ন কৌশল এবং শিক্ষণ পদ্ধতির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »