টাঙ্গাইলে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরান। তাকে রোববার (১৮ মে) দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন, নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশল সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,
স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম খন্দকার বাবু,
মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু এবং মজিবর রহমান।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, “জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ২০ জনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য এর আগে গত রোববার রাতে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ সমর্থনে ঝটিকা মিছিল করে। এরপর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইপাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এই ঘটনার পর বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিছিলে জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে সাধারণ ছাত্র ও স্থানীয় জনতা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »