লালমোহনে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পশ্চিম চরউমেদ ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় গজারিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আবু ইউসুফ মামলা দিয়ে দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ রেখে নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে নির্বাচন হওয়ার পর সীমানা সংক্রান্ত জটিলতার মামালার কারণে আর কোনো নির্বাচন হয়নি এই ইউনিয়নটিতে। ফলে ভোটাধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলো এ ইউনিয়েনর জনসাধারণ। তাই বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফের অপসারণ চাই।
বক্তারা আরও বলেন, ২২ বছর ভোট বন্ধ রেখে এই এলাকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এলাকাবাসী ভোট চায়। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোট না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে একজন প্রশাসক নিয়োগ দেয়ার দাবী জানান তারা।
এতে বক্তব্য রাখেন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. নুরুদ্দিন, সাধারণ সম্পাদক মনির বকসী ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি আঃ শহিদ, সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গসহ ইউনিয়নের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »