ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় করোনা ভাইরাস নির্মূলে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ১১৭৯ জন টিকা নেয়ায় মোট ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এমআইএস) এর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ভ্যাকসিন নেওয়া ১১৭৯ জনের মধ্যে পুরুষ ৬০৩ জন এবং নারী ৫৭৬ জন। এছাড়া মোট ৪০ হাজার ৮৮৬ জনের মধ্যে পুরুষ ২৬ হাজার ১৩০ জন এবং নারী ১৪ হাজার ৭৫৬ জন।
বরিশাল বিভাগে ২ লাখ ২৪ হাজার ৩৭৪ জন ভ্যাকসিন নিয়েছেন বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন আপডেটে জানানো হয়।
সাব্বির আলম বাবু/ ইবি টাইমস