শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : স্ত্রীর স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে এক জামায়াত নেতার বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। এওয়াজপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী সাইফুল্লাহ মানসুর হেলালের বাড়িতে শুক্রবার বিকালে এই অনশন শুরু করেন তরুণী। তরুণীর অনশনের খবর পেয়ে জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা আবু তাহেরের ছেলে ও একই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি এই সাইফুল্লাহ মানসুর হেলাল।
তরুণী জানান, তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। প্রস্তাবের সুত্র ধরে প্রায়ই মুঠোফোনে কথা হয় দুই জনের। ইতোমধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিছু দিন যেতে না যেতেই প্রেমের সম্পর্ক গড়ায় পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুজন। বিয়ের পর ঢাকায় গিয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন সংসার করি দুজনে। ওই ভাড়া বাসায় আমাকে একা রেখে শশীভূষণের গ্রামের বাড়িতে চলে আসেন সাইফুল্লাহ। খাওয়া ও থাকার জন্য টাকা পাঠাতেন তিনি।
শুক্রবার বিকালে সাইফুল্লাহর বাড়িতে গেলে দেখা যায় ঘর তালাবদ্ধ। ঘরের বাহিরের সিড়িঁতে বসে অনশনে আছেন তরুণী।
তরুণী আরও জানান, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করার পর স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন সাইফুল্লাহ।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর মীর শরীফ হোসেন জানান, ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। তাছাড়া তারা মামাতো ফুফাতো ভাইবোন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।
শনিবার ৩ মে দুপুরে শশীভূষণ থানা পুলিশ অনশনরত তরুণীকে থানায় নিয়ে যান। শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ছেলে পক্ষের অভিযোগের কারণে তরুণীকে থানায় আনা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস