তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের আহ্বানে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আঞ্চলিক বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তামাকবিরোধী কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাস্থ্যকর্মী ডা. শিলভানা আক্তার, রুবিনা আক্তার, আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম এবং সমাজকর্মী নূর আলম পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, তামাকজাত পণ্যের মূল্য ও কর বাড়ালে এর ব্যবহার কমবে, যা জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান করনীতি তামাক কোম্পানিগুলোর পক্ষে সহায়ক, যা জনস্বাস্থ্যের প্রতি উদাসীন। তাই বাজেটে কার্যকর ও নির্ভরযোগ্য কর বৃদ্ধির দাবি জানান তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »