বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” স্লোগানে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে র্যালি বের হয়।
র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
সকাল সাড়ে টায় শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান লিগ্যাল এইড মোঃ রহিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দায়রা জজ ও নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতের বিচারক রফিকুল ইসলাম, ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাসমিন জোহরা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাছিমুল হাসান, লিগ্যাল এইড অফিসার মোঃ বায়জীদ রায়হান।
এবছরের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবি নির্বাচিত হয়েছেন সাইফুদ্দিন হাওলাদার চুন্নু ও সাকিনা আলম লিজা। আলোচনা সভায় দুজন প্যানেল আইনজীবিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
