অস্ট্রিয়া কুমিল্লা সমিতি কমিউনিটির অন্যতম একটি বৃহত্তম আঞ্চলিক সংগঠন
ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৭ এপ্রিল) রাজধানী ভিয়েনার ৩ নাম্বার ডিস্ট্রিক্টের বেলভেডিয়ার রাজ প্রাসাদ সংলগ্ন খোলা মাঠে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি একই সাথে ঈদ পুনর্মিলনী, ফ্যামিলি গেট টুগেদার এবং বিদায়ী কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি জানান, আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় অস্ট্রিয়ায় বসবাসকারী বিপুল সংখ্যক কুমিল্লাবাসী পরিবার ও পরিজন সহ এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির মহিলা সদস্যরা জেলার বিভিন্ন উপজেলার হরেক রকমের খাবার নিজেরা রান্না করে পরিবেশন করেন। যার মধ্যে ছিল দুপুরের
খাবার এবং বিকালের নাস্তা।
এছাড়াও অনুষ্ঠানে মহিলা ও পুরুষদের খেলার আয়োজন করা হয়। মহিলা ইভেন্টে প্রথম স্থান অর্জন করে লিপি মোস্তাফা। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে শিল্পী হাসান এবং সুইটি স্বপন।
আর পুরুষদের ইভেন্টে প্রথম স্থান অর্জন করে মোহাম্মদ দেলোয়ার হোসেন। দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে আতাউল চৌধুরী এবং আনোয়ার
হোসেন। তাছাড়াও রাফেল ড্রতে প্রথম পুরস্কার জিতে নেন আবদুল কুদ্দুস। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে নেন যথাক্রমে মিসেস জাকির এবং খালেদ ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৩৫ জন শিশু-কিশোরদের মাঝে সমিতির পক্ষ থেকে চিত্রাঙ্গনের বই ও পেন্সিলের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির কার্যকরী পরিষদ পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে তাদের ২০২৫-২৭ কার্যবর্ষের ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। যা গতকাল থেকেই কার্যকর হয়েছে। নতুন কমিটির নাম খুব শীঘ্রই ভিয়েনার ফেরাইন পুলিশের (সংগঠন সংক্রান্ত বিভাগ)
অফিসে জমা দেয়া হবে নিবন্ধের জন্য।
২১ সদস্য বিশিষ্ট কমিটি নতুন কমিটি (২০২৫ – ২০২৭):
সভাপতি : তাহের সরকার
সিনিয়র সহ-সভাপতি : আলী আশরাফ
সহ – সভাপতি : শাহাদাত হোসেন জনি
সহ – সভাপতি : মো.দেলোয়ার হোসেন
সহ – সভাপতি : মিজান মোল্লা
সাধারণ সম্পাদক : সাগর খান
সহ- সাধারণ সম্পাদক : সাজু পল্টু
কোষাধ্যক্ষ : মামুন হাসান
সহ – কোষাধ্যক্ষ : পলাশ সরকার
সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ শামীম
সহ সাংগঠনিক সম্পাদক: মোমেন পাঠান
সাংস্কৃতিক সম্পাদক : শহিদুল ইসলাম রাজু
ক্রীড়া সম্পাদক : সৈয়দ ওমর ফারুক
সহ ক্রীড়া সম্পাদক : সৈয়দ মোহাম্মদ রাব্বী
ধর্ম বিষয়ক সম্পাদক : জসিম উদ্দিন সরকার
প্রচার সম্পাদক : কবির আহমেদ
মহিলা সম্পাদিকা : শেফালী আহমেদ
সন্মানিত সদস্য : মহসিন মাহিয়া
সন্মানিত সদস্য : জাকারিয়া সাইমুন
সন্মানিত সদস্য : নাছির উদ্দিন
সন্মানিত সদস্য : আতাউল চৌধুরী
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর