মনজুর রহমান, ভোলা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ।
সোমবার (২১ এপ্রিল) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ শরীফ, মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা আক্তার, ভোলা জেলার শিক্ষক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী, আন্দোলন বাস্তবায়ন কমিটির প্রতিনিধি মাওঃ মাহবুবুর রহমান, ভোলা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ ছিদ্দিকুর রহমানসহ নের্তৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ (উনচল্লিশ) বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। গত ১৯ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের মাঝে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি পূরণের ঘোষণা দেন। কিন্তু অদ্যাবধি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ। তাই বাধ্য হয়ে গত ১৫ এপ্রিল উপরোক্ত ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলার সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উপরোক্ত ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা আরোও বলেন, আগামী ১২ মে ২০২৫ এর পূর্বেই সরকার কর্তৃক ঘোষিত দাবি বাস্তবায়ন না হলে দেশের সকল জেলার শিক্ষক শিক্ষিকাদের ন্যায় গাইবান্ধা জেলার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আগামী ১৩ মে ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার আহবান জানানো হলো।
৬ দফা দাবীগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনষ্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে, অনুদানভূক্ত, অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করণ, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা ও তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করণ।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ভোলায় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
