বাঁধন রায়, ঝালকাঠি : আজ ১১ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। এর অংশ হিসেবে ঝালকাঠি প্রেসক্লাব এর সম্মুখে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি। আয়োজক সংগঠন ফ্রাইডেস ফর ফিউচার এর তত্ত্বাবধায়নে ইযুথ অ্যাকশন সোসাইটি (ইযাস) এর নেতৃত্বে সহযোগী সংগঠন ব্রাইর্টাস, ইযুথ নেট গ্লোবাল এবং স্থানীয় যুব সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
দিনটি শুরু হয় প্রেসক্লাবের সম্মুখে জলবায়ু যোদ্ধাদের নিয়ে সমাবেশ ও প্রেস কনফারেন্স দিয়ে। এরপর স্লোগান ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু কর্মীরা একটি র্যালি নিয়ে প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী শতাধিক তরুণ-তরুণী প্ল্যাকার্ড, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে জলবায়ু ন্যায় বিচার এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর দাবি জানান। এসময় ব্রাইটার্স, ইযুথ নেট, ক্যাপস, রিনিউ আর্থ, প্রথমআলো বন্ধুসভা, ঝালকাঠি জেলা কল্যান সমিতি, সিটি ক্লাব ও পাঠাগার, রক্ত কনিকা ফাউন্ডেশন, ভিবিডি, ধ্রবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট, আমরা সবাই রক্তযোদ্ধা, ইয়াস ব্লাড ব্যাংক, ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন, ইয়াস সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এই আন্দোলনের মাধ্যমে যুবসমাজ জলবায়ু ন্যায় বিচারের দাবিকে সামনে নিয়ে আসছে এবং এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, যেখানে পরিবেশবান্ধব নীতি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি
