বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েঋে।
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যে সোমবার সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালী বের হয় এবং র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা: অন্তরা হালদার।
সিভিল সার্জন ডা.মোহাম্মদ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে এসময় মেডিসিন কনসালটেন্ট ডা. মো. আবুল হাসান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডা: তাপস কুমার শীল উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিতিদের সামনে মূল বিষয় মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন বিশ্বসাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: রেজওয়ান হাসান সৈকত এবং আলোচনায় অংশগ্রহণ করেন মেডিকেল সুপারভাইজার মো: জসিম উদ্দিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা গৌতম কুমার দাস ।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ও সরকারি কর্মকতা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস