৪২তম ভিয়েনা সিটি ম্যারাথনে বিজয়ী ইথিওপিয়ার হাফতামু আবাদি

২১ বছর বয়সী হাফতামু আবাদি ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেন ২ ঘন্টা ৮ মিনিট ২৮ সেকেন্ড

ভিয়েনা ডেস্কঃ রবিবার (৬ এপ্রিল) ২০২৫ সালের ৪২তম ভিয়েনা সিটি ম্যারাথনে ৪২.১৯৫ কিলোমিটারের ক্লাসিক দূরত্ব অতিক্রম করে আশ্চর্যজনকভাবে জয়ী হয়েছেন মাত্র ২১ বয়সী ইথিওপিয়ার নাগরিক হাফতামু আবাদি। তিনি ভিয়েনা ম্যারাথনের সর্বকনিষ্ঠ শিরোপা জয়ী।

আজ ভিয়েনার আবহাওয়া কিছুটা ঠাণ্ডা থাকায় ৪২তম ম্যারাথনে তেমন একটা সুবিধা করতে পারেননি নামকরা অ্যাথলেটরা। তরুণ ইথিওপিয়ান এবং সর্বকালের সর্বকনিষ্ঠ বিজয়ী হাফতামু আবাদি ভিয়েনা ম্যারাথনের দূরত্ব অতিক্রম করেন ২:০৮:২৮ ঘন্টা সময় নিয়ে। দ্বিতীয় স্থান অধিকার করেন কেনিয়ার মিকা চেসেরেক (২:১০:২৩), তৃতীয় স্থান অধিকার করেন ইথিওপিয়ার অভিষেককারী টুয়েমে (২:১০:৩৩)। অস্ট্রিয়ার ম্যারাথন দৌড়বিদ আন্দ্রেয়াস
ভোজতা ২ ঘন্টা ১৫ মিনিট ১ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে নবব স্থান অধিকার করেন।

আজ সকাল ঠিক ৯টায় মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ হিমশীতল আবহাওয়ায় ভিয়েনার এই ঐতিহ্যবাহী ৪২তম ম্যারাথন শুরু হয়। এবছর
১৪৬টি দেশের ৪৫,০০০ এরও ওপরে দৌড়বিদ এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।

ভিয়েনার ৪২তম ম্যারাথন দৌড়ে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কেনিয়ার বেটি চেপকেমোই (২:২৪:১৪)। দ্বিতীয় স্থান অধিকার করে কেনিয়ার
রেবেকা তানোই (২:২৫:১৮) এবং তৃতীয় স্থান অধিক করেন ক্যাথেরিনা চেরোটিক (২:২৫:৪৫)। অস্ট্রিয়ার মহিলা দৌড়বিদ ইভা ভুটি ২:৩৫:৩৭ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে মহিলাদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »