শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বাবার লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে গিয়েছে ছেলে ও পুত্রবধূ। স্থানীয়রা বলছেন, বাবাকে খুন করে পালিয়েছে তারা।
শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রতন ফরাজী ওই গ্রামের মৃত আলী হোসেন ফারাজীর ছেলে।
নিহতের প্রতিবেশীরা জানান, বৃদ্ধ রতন ফরাজী ও তার স্ত্রী বিলকিস বেগম তাদের ছেলে আমিরুলের ঘরে থাকতেন। এ সুযোগে বৃদ্ধ বাবা-মায়ের সাথে প্রায়ই খারাপ আচরণ করতেন আমিরুলের স্ত্রী শাহনাজ।
শনিবার ইফতারের পর পুত্রবধুর কাছে খাবার খেতে চান শশুর রতন ফরাজী। এসময় তরকারী ভালো রান্না না হওয়া নিয়ে পুত্রবধুর সঙ্গে শশুরের তর্ক বাধে।
ওই তর্কের জেরে ছেলে আমিরুল ও পুত্রবধু শাহনাজ মিলে বাবার গলায় গামছা পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ ঘরে রেখে পালিয়ে যায় তারা।
পরে রতন ফরাজীর স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের মেঝেতে বৃদ্ধ রতন ফরাজীর নিথর দেহ দেখতে পান।
তবে রতন ফরাজীর স্ত্রী বিলকিস বেগম জানান, তিনি অন্য ঘরে ছিলেন। কিভাবে তার স্বামীর মৃত্যু হয়েছে, তা জানেন না তিনি। পরে খাবার ঘরে এসে দেখেন স্বামীর দেহ মাটিতে পড়ে আছে।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যু আসল কারণ জানা যাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস