ভিয়েনায় বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঈদুল ফিতরের নামাজের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে

ভিয়েনা ডেস্কঃ শনিবার (২৯ মার্চ) সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে,ইনশাআল্লাহ আগামী রবিবার (৩০ মার্চ) অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি সরকার ইতিমধ্যেই শনিবার সন্ধ্যায় সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছেন। চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

বিগত কয়েক বছর যাবত একটানা ৩০ রোজা হয়ে আসছে। কাজেই এবছর রমজান মাস ২৯ হওয়ার সম্ভাবনা বেশী।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিয়ুব (Donau)
নদীর তীরে অবস্থিত ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে।

মসজিদ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে তারা শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নামাজের সময়সূচী জানাবে। তবে
একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে। বরাবরের মতোই এই মসজিদে ঈদুল ফিতরের দুই জামায়াত অনুষ্ঠিত হবে।

এই মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টায় এবং ঈদের নামাজের খুতবা হবে আরবি ভাষায়। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং খুতবা হবে জার্মানি ভাষায়।

এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচী ঘোষণা করা হয়েছে। নির্মণাধীন কাজের জন্য বন্ধ
থাকায় এবছর ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী:

বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম: ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকারম মসজিদে ঈদুল ফিতরের দুটি নামাজ অনুষ্ঠিত হবে।

* প্রথম জামায়াত: সকাল ৮টায়
* দ্বিতীয় জামায়াত: সকাল ৯:৩০ মিনিট

এই মসজিদে প্রথম জামায়াতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আবুল কালাম কাশমী, ইউকে। আর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ গোলামুর রহমান আজহারী।

বায়তুল মামুর মসজিদ, ভিয়েনা ১০: এবছর ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

* প্রথম জামাত সকাল = ৮টায়
* দ্বিতীয় জামাত সকাল = ৯টায়
* তৃতীয় জামাত সকাল = ১০:৩০ মিনিট

নূরে মদিনা মসজিদ, ভিয়েনা ২০: ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী নূরে মদিনা মসজিদে এবছর ঈদুল ফিতরের নামাজের দুটি জামাত
অনুষ্ঠিত হবে।

* প্রথম জামাত : সকাল ৮টায়
* দ্বিতীয় জামাত: সকাল ৯টায়

মসজিদুল ফালাহ, ভিয়েনা ২০

* প্রথম জামাত : সকাল ৮টা
* দ্বিতীয় জামাত: সকাল ৯টা

■ বায়তুল মোকারম, Wr.Neustadt (NÖ) Wiener Straße 84, A-2700: ভিয়েনার পার্শ্ববর্তী লোয়ার অস্ট্রিয়া রাজ্যের বায়তুল মোকারম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

পবিত্র ঈদুল ফিতর যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল,তাই আমাদের সৌদি আরবের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সকল পাঠক-পাঠিকা,বিজ্ঞাপন দাতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের
শুভেচ্ছা।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম !! ঈদ মোবারক ! ঈদ মোবারক !!

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »