শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতুর পূর্ব থানার পরিদর্শক এস আই মো. নাজিমুদ্দিন।
বৃহস্পতিবার (২০মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজে এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এস.আই মো. নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে ঢাকা থেকে আসা একটি চাউলবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। ঘটনাস্থলে দুটি ট্রাক পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে দুর্ঘটনায় চাউলবাহী ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হয়। অপর ট্রাকের চালক এবং হেল্পারও আহত হয়।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
তবে নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
