ভিয়েনা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা তুরস্ক সফরে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন লালমোহনে বিদ্যুতের ট্রান্সফর্মার বিক্রি কাণ্ডের মূলহোতা ধরা ছোঁয়ার বাইরে মাভাবিপ্রবির বিজিই বিভাগে সেমিনার অনুষ্ঠিত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের আক্রমণের শিকার ফিলিস্তিনের স্থায়ী বাসিন্দা সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নতুন আইন হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র্য্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলার বেতূয়া ঘাট থেকে চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৯ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: আগামী ২০ মার্চ থেকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে -চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ চলাচল শুরু হচ্ছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা সকালে বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।
এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ জাহাজ বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহন মঙ্গলসিকদার ঘাট করবে ৮.৩০ টায়। তজুমদ্দিন সকাল ৯টায়। বিকেল ৫টা (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে যাবে। চট্টগ্রাম থেকে আবার সকাল ৮টায় ছাড়বে। ২০ মার্চ চট্টগ্রাম থেকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে। ২১ মার্চ বেতুয়া থেকে ছেড়ে যাবে।  প্রতিদিন একটি আসবে, একটি যাবে, লালমোহন-তজুমদ্দিন-মনপুরা (ঢালচর), এবং হাতিয়া ঘাট করবে। জাহাজ কর্তৃপক্ষ জানায়,
উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিতাইমস/এম আর 
জনপ্রিয়

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার বেতূয়া ঘাট থেকে চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ

আপডেটের সময় ০৩:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
ভোলা দক্ষিণ প্রতিনিধি: আগামী ২০ মার্চ থেকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে -চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ চলাচল শুরু হচ্ছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা সকালে বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।
এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ জাহাজ বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহন মঙ্গলসিকদার ঘাট করবে ৮.৩০ টায়। তজুমদ্দিন সকাল ৯টায়। বিকেল ৫টা (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে যাবে। চট্টগ্রাম থেকে আবার সকাল ৮টায় ছাড়বে। ২০ মার্চ চট্টগ্রাম থেকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে। ২১ মার্চ বেতুয়া থেকে ছেড়ে যাবে।  প্রতিদিন একটি আসবে, একটি যাবে, লালমোহন-তজুমদ্দিন-মনপুরা (ঢালচর), এবং হাতিয়া ঘাট করবে। জাহাজ কর্তৃপক্ষ জানায়,
উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিতাইমস/এম আর