ভোলা দক্ষিণ প্রতিনিধি: আগামী ২০ মার্চ থেকে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে -চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ চলাচল শুরু হচ্ছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা সকালে বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।
এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ জাহাজ বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহন মঙ্গলসিকদার ঘাট করবে ৮.৩০ টায়। তজুমদ্দিন সকাল ৯টায়। বিকেল ৫টা (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে যাবে। চট্টগ্রাম থেকে আবার সকাল ৮টায় ছাড়বে। ২০ মার্চ চট্টগ্রাম থেকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে। ২১ মার্চ বেতুয়া থেকে ছেড়ে যাবে। প্রতিদিন একটি আসবে, একটি যাবে, লালমোহন-তজুমদ্দিন-মনপুরা (ঢালচর), এবং হাতিয়া ঘাট করবে। জাহাজ কর্তৃপক্ষ জানায়,
উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিতাইমস/এম আর