বাঁধন রায়, ঝালকাঠি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝালকাঠি সদর হাসপাতালে দরিদ্র রোগীদের সাহায্যার্থে যাকাত মেলা (১৫ থেকে ২৫ মার্চ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে হাসপাতালের চত্বরে রোগী কল্যাণ সমিতির আয়োজনে যাকাত মেলার উদ্বোধন করেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ শামিম আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। প্রতি মাসে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দের সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর অর্থ সংগ্রহ সাপেক্ষে ৫ থেকে ১০ লাখ টাকা হাসপাতালের বাহিরে যে সকল গরিব রোগীদের ঔষধ ও অন্যান্য উপকরণ সামগ্রী কেনার সক্ষমতা থাকে না, তাদেরকে এই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ঔষধসহ সকল সহায়তা প্রদান করা হয়।
পরে রোগী কল্যাণ সমিতির তহবিলে অর্থ সহায়তা প্রদান করেন অতিথিরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠি হাসপাতালে দরিদ্র রোগীদের সাহায্যার্থে যাকাত মেলা উদ্বোধন
