সারা দেশে ধর্ষণের প্রতিবাদে চরফ্যাশনে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন

ভোলা জেলা প্রতিনিধি: সারা দেশে ধর্ষণের প্রতিবাদ জানাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে  সাধারণ শিক্ষারথীদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কয়েক দিন আগে মাগুরাসহ দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি নৃশংসতা পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার( ১৩ মার্চ) বেলা ১১টায় কলেজের সামনে দক্ষিণ আইচা মেইন  সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে সামাজিক সচেতনতার পাশাপাশি নিরাপত্তার দাবিতে আওয়াজ তোলেন।
সেখানে সাধারণ শিক্ষার্থী তাদের ক্ষোভ ও দাবি পেশ করেন

মানব বন্ধনে বক্তব্য প্রদানকারী শিক্ষার্থী মারিয়া  বলেন, ‘আজকের এ মানব বন্ধন কর্মসূচি শুধু দক্ষিণ আইচার জন্য নয়; বরং সারাদেশের সব নারীর নিরাপত্তার দাবি। আমরা চাই ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

শিক্ষার্থী  জাফর  বলেন, ‘আমাদের কথা সহজ, হয় ধর্ষকদের ফাঁসি দিন নয়তো আমাদের হাতে ধর্ষকদের ছেড়ে দিন। ধর্ষকের শাস্তি চাই।

ছাত্র প্রতিনিধি আরিফ বলেন, ‘এসব ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জার। আমরা আশা করি সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা নির্ভয়ে কাজ করতে না পারে।’

শিক্ষাথী রাহান দেওয়ান বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আছিয়া আমাদের সবার ছোট বোন। সেই ছোট্ট আছিয়াকে তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে পরবর্তী সময়ে আর কেউ ধর্ষণের সাহস না করে।’

মানব বন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা মেইন সড়ক ও কলেজে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তুলে ধরেন, যেমন ‘আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া। একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলাদেশে হবে না’ স্লোগানে মুখর হয় কলেজের চারপাশ। যত দিন পর্যন্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তত দিন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »