ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে ইসলামি ছাত্র আন্দোলনের দোয়া অনাবাদি ও বসতবাড়ির আঙিনায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে উপকরণ বিতরণ সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি অস্ট্রিয়ায় মুসলিমদের সাথে সহাবস্থান কঠিন, ÖVP দলের ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শরীক দলের রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইলে গ্রেফতার হওয়া মিষ্টি ৪ দিনের রিমান্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৬৯ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা দখল, ভাংচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত  সমন্বয়ক পরিচয়দানকারী মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার(১০ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাত ১২ টার দিকে টাঙ্গাইল শহর থেকে মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে পুলিশ গ্রেফতার করে।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, চাঁদাবাজির মামলায় মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের বিচারক শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার হওয়া মারিয়াম মোকাদ্দেস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের আলমাসের স্ত্রী। তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
এ ঘটনায় রোববার রাতে সাবেক এমপি’র স্ত্রী রওশন আরা খান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মিষ্টিকে এক নাম্বার আসামী ও অজ্ঞাত আরো ৭-৯ জনকে আসামী করা হয়।

এর আগে শনিবার সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ভবনে প্রবেশ করেন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়দানকারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম বানানোর ঘোষণা দেন। এ তথ্য ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়চড়ে বসে প্রশাসন। রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে। সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে মুচলেকা দিয়ে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছিলো।

বাড়িটিতে আশ্রয়ে রাখার জন্য নিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে নিয়ে ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২০১৮ সালে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। গত ৬ ফেব্রæয়ারি বাড়িটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তারপর থেকে বাড়িটিতে কারো দেখা মেলেনি।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে গ্রেফতার হওয়া মিষ্টি ৪ দিনের রিমান্ডে

আপডেটের সময় ০৩:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা দখল, ভাংচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত  সমন্বয়ক পরিচয়দানকারী মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার(১০ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাত ১২ টার দিকে টাঙ্গাইল শহর থেকে মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে পুলিশ গ্রেফতার করে।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, চাঁদাবাজির মামলায় মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের বিচারক শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার হওয়া মারিয়াম মোকাদ্দেস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের আলমাসের স্ত্রী। তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
এ ঘটনায় রোববার রাতে সাবেক এমপি’র স্ত্রী রওশন আরা খান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মিষ্টিকে এক নাম্বার আসামী ও অজ্ঞাত আরো ৭-৯ জনকে আসামী করা হয়।

এর আগে শনিবার সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ভবনে প্রবেশ করেন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়দানকারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম বানানোর ঘোষণা দেন। এ তথ্য ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়চড়ে বসে প্রশাসন। রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে। সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে মুচলেকা দিয়ে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছিলো।

বাড়িটিতে আশ্রয়ে রাখার জন্য নিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে নিয়ে ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২০১৮ সালে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। গত ৬ ফেব্রæয়ারি বাড়িটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তারপর থেকে বাড়িটিতে কারো দেখা মেলেনি।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস