স্টাফ রিপোর্টার: ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নব নির্বাচিত কমিটির অভিষেক, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মেট্রো লাউঞ্জ হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীতে সংগঠনের উন্নয়ন, কর আইনজীবীদের দক্ষতা উন্নয়ন, নলেজ শেয়ারিং প্রোগ্রাম, দেশের উন্নয়নে রাজস্ব আদায়সহ বিভিন্ন পর্যায়ে অত্র সোসাইটির ভূমিকার প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন।
উল্লেখ্য,গত ২৪ফেব্রুয়ারি আগামী দুই বছরের জন্য ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি এড. শাহ মো: সাইফুল আলম, সহ সভাপতি নুরুল হক বাবু, শাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. লুতফুল কবীর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মু. শাহরিয়ার হোসাইন, দপ্তর সম্পাদক এড. মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনছুর আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খন্দকার সামদানী পলাশ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আসিফ ইকবাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহম্মদ হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক খন্দকার আশেক মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক আরাবী নূর ইয়াসমীন লিমা, কার্যকরী সদস্য মো. আমিনুল ইসলাম এসিএস, মো. কামরুজ্জামান জন, মো. আব্দুর রউফ ভূইয়া, শাহ্ নেওয়াজ মো. শাকিল, পার্থ মন্ডল, মো. রফিকুল ইসলাম খন্দকার ও মো. রাফিউর ইসলাম নির্বাচিত হন।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এসএস