বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা জুড়ে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। অধিকার ,সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয় ।
শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সনাক, টিআইবি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সভায় নারী ও কন্যার উন্নযন এই আদর্শকে ধারণ করে নারীর অধিকার, অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয। কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে ডে কেযার সেন্টার স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি কর্মের যথাযথ মূল্যাযনের প্রয়োজনীতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক জেন্ডার বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের ৪০ ধাপ অবনমন এবং এসডিজি অগ্রগতি প্রতিবেদনের পূর্বাভাস অনুযাযী বর্তমান গতিতে অগ্রগতি চলতে থাকলে লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশকে প্রায় ৩০০ বছর অপেক্ষা করতে হতে পারে এমন তথ্য উঠে আসে আলোচনায়।
এ প্রেক্ষাপটে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রযুক্তি, শিক্ষাব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরত্বারোপ করা হয়। পরে মহিলা বিষযক অধিদপ্তর পরিচালিত জীবিকা উর্পাজনের জন্য মহিলাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদারসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঝালকাঠির নলছিটিতে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
এসময় বক্তারা দেশে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আশরাফ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন্নেছা, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. মহসীন সিকদার প্রমুখ।
আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগমের সভাপতিত্বে সভাশ বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানে মো. জাকির হোসেন হাওলাদার, সিনিয়র শিক্ষক সেলিনা বেগম পাপড়ী, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ছবি আক্তার প্রমূখ।
এদিন নারী-পুরষ সমতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস