ঝালকাঠি প্রতিনিধিঃ ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা পাকিস্তানী শাসকদের বুলেটের সামনে দাড়িয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের মা বলার অধিকার দিয়ে গেছে তাদের কে ফুল আর শ্রদ্ধায় স্বরণ করেছে পুরো জাতি ।
এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহীদ দিবস ও আন্র্Íজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি জেলার সুযোগ্য জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম সহ ঝালকাঠি জেলার সকল নিরাপত্তা কর্মকর্তারা ।
এরপর বিভিন্ন পেশার সাধারণ মানুষ , বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । ঝালকাঠি জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করবেন ।
বাধন রায়/ইবিটাইমস