ঝালকাঠিতে আমুর বাসভবন ও প্রতিষ্ঠানের নাম ফলক ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নামে ঝালকাঠি বাসভবন ও তার নামে থাকা সকল প্রতিষ্ঠানের নামফলক ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবন ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় পাশে থাকা ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নামফলকও তঁারা ভাঙচুর করে। শিক্ষার্থীরা কলেজের সীমানা প্রাচীরও ভেঙে ফেলে ও কলেজের ফার্নিচার সরানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেধে দেয় তারা।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। তাদের আমলে অবৈধভাবে এমপি মন্ত্রীরা সম্পদের পাহার গড়ে তোলেন। এই অবৈধ সম্পদের পাহার গড়ে তোলার মধ্যে ঝালকাঠির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও রয়েছে। তিনি জোরপূবর্ক কালেক্টরেট স্কুলের জমি দখল করে নিজের ও তঁার স্ত্রীর নামে দুটি প্রতিষ্ঠান করেছিলেন। ফ্যাসিবাদের  দোসরদের সকল আন্তানা ভেঙে দেওয়া হবে বলেও জানান তারা।

বাধন রায়/ইবিটাইমস   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »