হবিগঞ্জ প্রতিনিধিঃ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য হবিগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত টিটন উপজেলার কাজিরগাঁও গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতেন টিটন। রাতের ডিউটি শেষ করে মঙ্গলবার সকালে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পর নূরপুর এলাকায় স্থানীয় লোকজন দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল ও টিটনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস শহীদ এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, কোনো একটি গাড়ি টিটনের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিয়ে পালিয়েগেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস























