ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পৌরসভার উদ্যোগে পৌরবাসীদের মধ্যে দুঃস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মধ্যে পৌরসভার উপহার হিসেবে উন্নতমানের কম্বল হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় ওয়ার্ডভিত্তিক যাচাই-বাছাই করে ১৮০জনকে এই কম্বল উপহার দেয়া হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক কাওসার হোসেন আনুষ্ঠানিকভাবে এই কম্বল হস্তান্তর করেন এবং তিনি বলেন, পৌরসভা কম্বল হস্তান্তর করছে না এই সকল অসহায় মানুষকে পৌরসভার উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
এসময় পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলীসহ পৌরসভার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস