ভিয়েনা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৭ বছর পর মায়ের ছোয়া পেলেন তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ২৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে দেখেই জড়িয়ে ধরলেন তারেক রহমান। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে রয়েছেন। রয়েছেন দলটির নেতাকর্মীরাও। বিএনপি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ওই সময় তার গাড়িবহরের পাশে ছিল দলীয় নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।

সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে তারেক রহমান ও তার পরিবারের। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।

নানা শারীরিক জটিলতা, জীবনমৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে পা রাখলেন। দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গণতন্ত্রের লড়াই করতে আবার দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭ বছর পর মায়ের ছোয়া পেলেন তারেক রহমান

আপডেটের সময় ০১:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে দেখেই জড়িয়ে ধরলেন তারেক রহমান। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে রয়েছেন। রয়েছেন দলটির নেতাকর্মীরাও। বিএনপি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ওই সময় তার গাড়িবহরের পাশে ছিল দলীয় নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।

সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে তারেক রহমান ও তার পরিবারের। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।

নানা শারীরিক জটিলতা, জীবনমৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে পা রাখলেন। দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গণতন্ত্রের লড়াই করতে আবার দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস