ইবিটাইমস, ঢাকা: ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে এ সমাবেশ শুরু হয়। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে এ সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
চিকিৎসকরা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন, নেতৃস্থানীয় জায়গায় আলোচনা করলেও সমাধান মেলেনি। তাই সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। জানান, চিকিৎসকরা রাস্তায় ভূমিকা রাখার পাশাপাশি হাসপাতালে রাতদিন সেবা দিয়েছেন।
সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার। তিনি তাঁর দলের পক্ষ থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যে অনৈক্য থাকলে দাবি আদায় করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।’
তিনি বলেন, ‘আগের আমলে আমরা ছিলাম রাজাকার, এখন হয়ে গেছি আওয়ামী লীগ। এগুলো তো আমরা বুঝি। চেয়ার পার্মানেন্ট না, পার্মানেন্ট হচ্ছে নৈতিকতা।’
এ সময় ডিএমজে সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, ‘দাবি পূরণে যত বিলম্ব হবে, আমরা তত ঐক্যবদ্ধ হব, শক্তি সঞ্চয় করব। আমাদের চাপ দিয়ে লাভ নেই। তা না করে কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন, সেটা নিয়ে ভাবেন। আমরা কারও দালাল নই।’
এর আগে গত ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়।
পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন