জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস

ইউরোপ ডেস্কঃ আগামী বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জার্মানির অভিবাসন নীতি পরিবর্তনের যে কথা রাজনৈতিক দলগুলো বলছে তার বিপক্ষে অবস্থান নিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ৷ সম্প্রতি এক নির্বাচনি প্রচারে অংশ নিয়ে সিডিইউ/সিএসইউ এর এমন অবস্থানের সমালোচনা করেছেন চ্যান্সেলর৷ তিনি বলেন, রাজনৈতিক দলটি বাস্তবতা বুঝতে পারছে না বলেই এমন কথা বলছে ৷

জার্মান রাজনীতিতে অভিবাসন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যু৷ ধারণা করা হচ্ছে, আগামী বছরের সাধারণ নির্বাচনে এই ইস্যুটি ভোটের মাঠে বেশ প্রভাব রাখবে৷ বর্তমানে জনমত জরিপে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) চেয়ে বিরোধী রাজনৈতিক দল সিডিইউ/সিএসইউ এগিয়ে রয়েছে ৷ এরইমধ্যে তারা বর্তমান সরকারের অভিবাসন নীতিকে পাল্টে দেয়ার কথা জানাচ্ছেন বিভিন্ন সমাবেশ ও রাজনৈতিক প্রচারে ৷

রাজধানী বার্লিনে দলের প্রধান কার্যালয়ে পাঁচশ প্রতিনিধির সামনে চ্যান্সেলর বলেন, জার্মানি দীর্ঘকাল ধরে অভিবাসনের দেশ৷ তিনি আরো বলেন, এই দেশটির ২৫ লাখ নাগরিকের অভিবাসনের ইতিহাস রয়েছে ৷ শলৎস বলেন, ‘‘আমি আজকে আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে বলতে চাই যে, আমরা প্রতিবেশী হয়ে বা সহকর্মী হয়ে, স্কুলের সহপাঠী কিংবা স্পোর্টস ক্লাবের বন্ধু হয়ে একসঙ্গে থাকতে চাই৷ কারণ, আমরা সবাই জার্মানির অংশ৷’’

চ্যান্সেলর পদে সিডিইউ/সিএসইউ-এর প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, জার্মানি অনেক আগেই ‘‘ফ্রিডরিশ ম্যারৎস এবং তার অনুসারীদের’’ চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে৷ তবে জনমত জরিপগুলোয় দেখা যাচ্ছে, সাধারণ নির্বাচনে রক্ষণশীলেরা এগিয়ে রয়েছে৷ বর্তমানে জার্মান ভোটারদের প্রায় এক-তৃতীয়াংশ সিডিইউ/সিএসইউ-কে সমর্থন দিচ্ছে ৷

এই এক-তৃতীয়াংশ ভোটার অভিবাসন ইস্যুতে বর্তমান সরকারের বিরোধিতা করলেও অতি ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) ভোট দিতে ইচ্ছুক নয়৷ এদিকে, ২০২৩ সালে জার্মানিতে তিন লাখেরও বেশি মানুষ আশ্রয় চেয়ে আবেদন করেছেন ৷

নভেম্বরের শুরুর দিকে জার্মানির ক্ষমতাসীন জোট সরকারের পতনের পর ডিসেম্বরে আস্থা ভোটের কথা রয়েছে৷ আর ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »