বাতাসের দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছায় অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধ ও বাস চলাচলে কড়াকড়ি আরোপ করেছে দিল্লির সরকার
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি এতথ্য জানায় ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ূ দূষণের সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ এবং বাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও এই রাজধানী রাজ্যটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এসব নির্দেশনা কার্যকর করা হবে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণের মাত্রা কমাতে এসব পরামর্শ দিয়েছে।
এই বিধিনিষেধের ফলে পেট্রোল চালিত ও ডিজেল চালিত বিভিন্ন ক্যাটাগরির বাস দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গৌতম বৌদ্ধ নগরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় সব নির্মাণকাজও বন্ধ থাকবে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক, স্বাস্থ্য এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিগত নির্মাণকাজ চালানো যাবে।
এদিকে ডাক্তার অরুনেশ কুমার নামের এক চিকিৎসক বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, দিল্লির দূষণের মাত্রা এতটাই ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে সাধারণ মানুষের বাইরের কাজকর্ম সীমিত করে দেওয়া উচিত। বিশেষ করে ভোর বেলা এবং সন্ধ্যার পর বাইরে না থাকার চেষ্টা করতে হবে। যদি বাইরে বের হতে হয় তাহলে এন-৯৫ মাস্ক ও বাড়ির ভেতর বাতাস পরিশোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
কবির আহমেদ/ইবিটাইমস