স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক ড. এম এনামুল্লাহকে এই পদে নিয়োগ দিয়ে সোমবার (২১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক এম এনামুল্লাহ ভোলার জেলার কৃতি সন্তান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ১৯৮৯ সালে এই বিভাগ থেকে স্নাতক হন এবং ভিয়েনা ইউনিভার্সিটি অফ অ্যানালিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ইনস্টিটিউট থেকে তার পিএইচডি পেয়েছেন প্রযুক্তি, অস্ট্রিয়া জুন ১৯৯৪ সালে। এদিকে ড. এনামুল্লাহ বেশ কিছু পোস্টডক করেন এবং জার্মানি, অস্ট্রিয়া, জাপান এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ।
ড. এনামুল্লাহ ১৯৯৪ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৩ সালে অধ্যাপক হন (এতে নির্বাচনী গ্রেড ২০১৮) রসায়ন বিভাগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ছাড়া তিনি এ রসায়ন বিভাগের ভিজিটিং প্রফেসর, টোকিও ডেনকি বিশ্ববিদ্যালয়, টোকিও (২০০৩) এবং অয়ামা গেকুইন ইউনিভার্সিটি, টোকিও (২০০৯), এবং ডিপার্টমেন্টে কন্ট্রাক্ট ফ্যাকাল্টি (CUPE-2) রসায়ন, ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো (২০১৫-২০২০)।
তার গবেষণার আগ্রহগুলি মূলত সংশ্লেষণ, বৈশিষ্ট্য, বর্ণালী, সমন্বয়ের উপর ফোকাস করে রসায়ন, চিরোপটিকাল বৈশিষ্ট্য, (দিয়া) স্টেরিওকেমিস্ট্রি, আণবিক কাঠামো, ইলেক্ট্রোকেমিস্ট্রি, চিরল/অচিরালের তাপীয় বিশ্লেষণ, অনুঘটক, মাইক্রোবিয়াল এবং ফার্মাকোলজিক্যাল কার্যকলাপ জৈব/অজৈব যৌগ এবং তাদের রূপান্তর ধাতু কমপ্লেক্স। ডাঃ এনামুল্লাহ পথপ্রদর্শক
বাংলাদেশে কম্পিউটেশনাল কেমিস্ট্রির গবেষক ড. ইতিমধ্যে, তিনি ১০ পিএইচডি এবং তত্ত্বাবধান করেছেন দেশে এবং বিদেশে জৈব এবং অজৈব রসায়নের ক্ষেত্রে ৫০জন এমএসসি স্নাতক, এবং স্বনামধন্য সমকক্ষ পর্যালোচনা জার্নালে ৮২টি গবেষণা পত্র (কনফারেন্স পেপার সহ ১১৭টি)। যা প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS), রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি (RSC), এলসেভিয়ার সহ বিজ্ঞান, EU-জার্নাল, Wiley-VCH, MDPI, Taylor & Francis, Springer Science, Japan Chemical সোসাইটি (জেসিএস), বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি (বিসিএস), ইত্যাদিতে।
অধ্যাপক এম এনামুল্লাহর প্রাপ্ত পুরষ্কার এবং ফেলোশিপঃ ১. রিসার্চ গ্রুপ লিঙ্কেজ প্রোগ্রাম, আলেকজান্ডার ভন হাম্বোল্ট (এভিএইচ), বন, জার্মানি (২০২০-২০২৩)। ২. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পুরস্কার (২০১১), ঢাকা, বাংলাদেশ। ৩. আলেকজান্ডার ভন হামবোল্ট (এভিএইচ) ফেলোশিপ, বন, জার্মানি (১৯৮৯-৯৯, ২০০৫, ২০০৭, ২০১২, ২০১৭)। ৪. অস্ট্রিয়ান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (OEAD) স্কলারশিপ, ভিয়েনা, অস্ট্রিয়া, (১৯৯১-৯৪, ২০০১, ২০০৬। ৫. মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (MIF) ফেলোশিপ, টোকিও, জাপান (২০০১, ২০০৩)। ৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৃত্তি (BSc/MSc) ঢাকা, বাংলাদেশ (১৯৮৩-১৯৮৮).
অধ্যাপক এম এনামুল্লাহ পেশাদার সমাজের সদস্য হিসাবে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্সের সভাপতি, সদস্য, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি (বিসিএস), সদস্য, বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশন (বিসিএ)।, সদস্য, কানাডিয়ান সোসাইটি ফর কেমিস্ট্রি (সিএসসি), সদস্য, টিইউ-অ্যালামনাই, ভিয়েনা, অস্ট্রিয়া।৬. সদস্য, বাংলাদেশে জার্মান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সদস্য, হাইডেলবার্গ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জার্মানি, অন্টারিও, কানাডার হামবোল্ট অ্যাসোসিয়েশন ও সদস্য, বাংলাদেশে জাপান ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মরহুম ডাঃ এমরান সাহেবের জ্যেষ্ঠ পুত্র এবং ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ মাহবুবুর রহমান এর ভাগ্নে।
অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস এর সকল পাঠক-পাঠিকা,বিজ্ঞাপন দাতা ,কলা-কৌশলী এবং সাংবাদিক সহকর্মীদের এডিটোরিয়াল বোর্ড থেকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এখানে উল্লেক্ষ্য যে, ভোলা জেলা থেকে ডঃ এম এনামুল্লাহ বাংলাদেশে এই প্রথম একজন নতুন ভিসি হলেন।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এম আর