ইবিটাইমস ডেস্ক: চলতি মাসের শেষেই তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার কমিশনার হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফর।
মন্ত্রণালয় সূত্র বলছে, এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ভলকার তুর্ক। এছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র উপদেষ্টা, সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই হবে প্রথম কোনো জাতিসংঘের উচ্চপদস্থ কারও প্রথম সফর। তবে এ সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না তা এখনও নিশ্চিত না।
এর আগে ভলকার তুর্কের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার।
ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন