ঝালকাঠিতে এসেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ৩টি তরী

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদী সংলগ্ন পৌর মিনি পার্কে “ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির আওতায়” কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত তিনটি বিজ্ঞান তরী, গণিত তরী এবং মূল্যবোধ তরী রয়েছে। নৌকাগুলো গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ক নানা উপকরণ যেমন: পাই চার্ট, জ্যামিতিক পরিমাপের ব্যবহার, সরল দোলক, নিউটনের সূত্রের প্রয়োগ, লুডুর মাধ্যমে মূল্যবোধ বিষয়ক জ্ঞানের মাধ্যমে সাজানো। আনন্দের সাথে, খেলার ছলে এবং ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তরীগুলোতে গিয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় ও সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ব্র‍্যাকের জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় ও কর্মসূচি সংগঠক মো: সোহেল মোল্লা। জেলা সমন্বয়ক জানান, শুক্রবার ব্যতীত আগামী ১০ দিন বর্তমানে নোঙর করা ঘাটে সকাল ৯ টা থেকে বিকা ৪ টা পর্যন্ত তরীগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে।

এই নৌকাগুলিতে দেখতে আসা শিক্ষার্থীর মেঘনায় জানায়, বর্তমান সময়ে নীতির নৈতিকতা স্কলন ঘটেছে। সেকারণে মূল্যবোধ জাগ্রত করার জন্য এই শিক্ষার প্রয়োজন।

সদর উপজেলার নির্বাহী অফিসার তরীগুলো পরিদর্শন শেষে জানান, ” ব্র‍্যাকের এ ধরণের কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলবে এবং এটি দীর্ঘ মেয়াদে এটি করা সম্ভব ছাত্র ছাত্রীরা আরও শেখার সুযোগ পাবে।”

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »