কুমিল্লার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ত্রাণ কার্যক্রম অব্যাহত

হোমনা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা আবু মুছা ফাউন্ডেশন ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ চলছে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি মামুন হাসান ও কুমিল্লার হোমনা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ মামুন ভুঁইয়া ও সুমনের দিক নির্দেশনায় জেলার একাধিক উপজেলায় বরাবরের মতো আজও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে,ভারতের ত্রিপুরার উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে হোমনা,চান্দিনা ও মেঘনা উপজেলা ব্যতীত বাকী ১৪টি উপজেলা কমবেশী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী নদীর অববাহিকার উপজেলা সমূহ।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতি বন্যার সাথে সাথেই কুমিল্লার বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সাথে সার্বিক যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করে আসছে। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির কার্যকরী কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মামুন হাসান ইউরো বাংলা টাইমসকে জানান, আজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার যাদবপুরের বন্যাদুর্গত ২০০ শতাধিক পরিবার ও নাঙ্গলকোট উপজেলার তপোবন গ্রামের ১৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী জরুরী ওষুধ বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ ত্রাণ বিতরণে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এর তত্ত্বাবধানে কুমিল্লার মানবাধিকার সংগঠন ছায়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়াও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সহ সভাপতি শাহাদাত হোসেন জনির তত্ত্বাবধানে নাঙ্গলকোট উপজেলায় ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন জান্নাত ফাউন্ডেশন।

মামুন হাসান আরও জানান, হোমনা মানবিক ফাউন্ডেশনের ১৬ জন স্বেচ্ছাসেবক আজকের উক্ত দুইটি উপজেলায় ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণে বিশেষ সহযোগিতা করেন। তিনি আরও বলেন, যারা ত্রাণ বিতরণের তহবিলে আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহপাক উত্তম প্রতিদান দান করেন এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »