টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে- গত ১৪ আগস্ট, ২০২৪ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৪৬তম (জরুরী) সভার সিদ্ধান্ত ০১(৪) মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্র সংগঠদের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ১৭ আগষ্ট, ২০২৪ তারিখে দাখিলকৃত অভিযোগপত্রের প্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কর্তৃক অভিযোগকারী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক প্রাণীত প্রতিবেদন শৃংখলা বোর্ড ২ সেপ্টেম্বর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বিভিন্ন বিভাগের উনিশ (১৯) জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করে।