ভোলা দক্ষিণ প্রতিনিধি: ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ভোলার লালমোহন উপজেলার যুবক মো. মাসুম বিল্যাহর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে আহত ওই যুবকের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। আহত মাসুম বিল্যাহ উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার জরু হাওলাদার বাড়ির মো. মাকসুদুর রহমান সেন্টুর ছেলে।
অনুদান প্রদানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, ওসি এসএম মাহবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস