ভিয়েনায় পর্যটকদের সংখ্যা বাড়ছে

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন অতিথি ভিয়েনায় রাত্রিযাপন করেছে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৫ আগস্ট) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এতথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখ্য যে,পর্যটকদের হোটেলে রাত্রিযাপনের ওপর ভিত্তি করে পর্যটকদের সংখ্যা গণনা করা হয়ে থাকে।

এপিএ আরও জানায়, এটি আগের বছরের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এই বছরের শুরু থেকে (জুলাই পরিসংখ্যান বাদে), বিভিন্ন হোটেল ৫৮৮.৬ মিলিয়ন ইউরো আয় করেছে – যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি।

অস্ট্রিয়ার পর্যটন সংস্থার সূত্রে এপিএ আরও জানায়, শুধুমাত্র গত জুলাই মাসে প্রায় ১.৮ মিলিয়ন অতিথি ভিয়েনায় রাত্রিযাপন করেছেন। জুলাই মাসে ৩২৬,০০০ হাজার পর্যটক নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। তারপর অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকদের সংখ্যা ২৪৯,০০০ হাজার। তারপর যুক্তরাষ্ট্র ও ইতালির পর্যটক যথাক্রমে ১৪৪,০০০ এবং ৭১,০০০ হাজার।

এপিএ জানায়,”করোনা মহামারীর পর এই বছর প্রথমবারের মতো চীনা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অস্ট্রিয়ার পর্যটন বিশেষজ্ঞরা জানান, এবছর চীন থেকে অতিথিদের বৃদ্ধি ছিল ১২৯ শতাংশ।

জুলাই মাসে গড় রুম দখলের হার ছিল প্রায় ৭৬ শতাংশ। গত বছর হোটেল বেডের দখলের হার ছিল ৫৯.৫ শতাংশ। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভিয়েনার হোটেল গুলোতে রুম অকুপেন্সি প্রায় ৬৬ শতাংশে স্থিতিশীল রয়েছে, যেমন বেড অকুপেন্সি রয়েছে। জুলাই মাসে ভিয়েনায় মোট প্রায় ৭৭,৫০০ হোটেলের বিছানা পাওয়া গিয়েছিল – যা ২০২৩ সালের একই মাসের তুলনায় ৬,২০০ বেশি বিছানা ছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »