ইউরোপ ডেস্কঃ শনিবার ১৩ই মার্চ অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে অস্ট্রিয়ায় এই পর্যন্ত এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ মানুষকে করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার শুধুমাত্র একদিনেই ৫০,০০০ হাজার মানুষকে করোনার ভ্যাকসিন দেয়ার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন থেকে প্রতিদিনের ভ্যাকসিন প্রদান আরও বৃদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
অস্ট্রিয়া বর্তমানে প্রায় আরও অতিরিক্ত ৩১ মিলিয়ন করোনার ভ্যাকসিন ডোজ অর্ডার করেছে। সরকার চেষ্টা করছে অস্ট্রিয়াতে বসবাসকারী প্রতিটি ব্যক্তির জন্য সম্পূর্ণ ভ্যাকসিন (২ ডোজ) সুরক্ষিত বা নিশ্চিত করতে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩,০২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৫ জন মানুষ। অস্ট্রিয়ায় গত ৭ দিনের প্রতিদিনের গড় সংক্রমণ ২,৫৯৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৭১৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৬৪৫ জন,OÖ রাজ্যে ৪৩০ জন,Steiermark রাজ্যেও ৪৩০ জন,Salzburg রাজ্যে ২৬১ জন,Kärnten রাজ্যে ২০২ জন,Tirol রাজ্যে ১৮৯ জন,Burgenland রাজ্যে ১২০ জন এবং Vorarlberg রাজ্যে ২৮ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৯১,০৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮,৮৫৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৫৫,২৭১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৯৩৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৩৬০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৬৩৯ জন। বাকীরা নিজের বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস