ঝিনাইদহ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে পালালেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে আন্দোলনের চাপে দুপুরে তিনদিনের ছুটি নিয়ে অফিস থেকে চলে যান ডিসি রফিকুল ইসলাম।
ঝিনাইদহ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, এলমা খাতুন, রত্না খাতুনসহ অনেকে এ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
শেখ ইমন/ইবিটাইমস