ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা শহরে বিভিন্ন দেয়াল গ্রাফিতিতে ভরে তুলেছে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেয়াল গুলোকে প্রধান্য দিয়ে এই গ্রাফিতি করা হচ্ছে।
গত ৩দিন হতে শিক্ষার্থীদের মধ্যে যারা কারু শিল্পের সাথে জড়িত তারাই এই কাজ গুলো করছে। রবিবার সকাল থেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা এই কাজ করেছে এবং তাদের এই কর্মসূচি অব্যহত থাকবে বলে জানিয়েছে।
শহর ঘুরে দেখা গেছে ঝালকাঠির শহীদ মিনারে একটি গ্রুপ, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের দেয়ালে আরও দুটি গ্রুপ এবং পূর্ব চাদঁকাঠী গণপূর্ত বিভাগের, সিভিল সার্জন কার্যালয় থেকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন পর্যন্ত দেয়ালে এই লিখন চলছে।
ইতোমধ্যে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরসহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস