টাঙ্গাইল প্রতিনিধি: ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করায় টাঙ্গাইল শহরে সড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খল পরিবেশ সুষ্টি হয়। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে।
বুধবার সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক এর দায়িত্ব পালন শুরু করে। এসময় তারা হাত মাইক ও বাঁশি ব্যবহার করে যানবাহন সারিবন্ধভাবে চলাচলে সহায়তা করছে। অপরদিকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন রাস্তা-ঘাট ঝাড়ু দিয়ে পরিস্কার করছে।
তারা জানায়, সকাল থেকে জেলা শহরের কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাৎক্ষণিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা জেলা শহরের বিভিন্ন স্থানের দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরাও সেইটুকু পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে ততক্ষণ আমরা দায়িত্ব পালন করব। ট্রাফিক পুলিশ না এলে আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে তারা রাতে দায়িত্ব পালন করবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস






















