আজ প্যারিসে পর্দা উঠছে ৩৩তম গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকের

জমকালো আয়োজনে বিকালে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের ।প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে সিন নদীর তীরে

শুক্রবার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে জমকালো আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিস এর সিন নদীর তীরে উদ্বোধন হচ্ছে ৩৩তম গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকের। অবশ্য আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও অলিম্পিক গেমসের কয়েকটি ইভেন্ট ইতিমধ্যেই ২৪ জুলাই থেকে শুরু হয়েছে।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর অলিম্পিকের পর্দা নামবে ১১ আগস্ট। মোট খেলা হবে ৩২টি আর ইভেন্ট ৩২৯টি। ২০৬টি দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন প্যারিস অলিম্পিকে।

নদীতে উদ্বোধনী অনুষ্ঠান: সিন নদীতে উদ্বোধন হবে প্যারিস অলিম্পিকের। উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম। তবে এবার অলিম্পিকের মূল থিম ‘গেমস ওয়াইড ওপেন’কে সামনে রেখে অনুষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে রাজধানীর কেন্দ্র থেকে।

৫ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে উপভোগ করবেন এই জমকালো অনুষ্ঠান। ৬ থেকে ৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে পাড়ি দেবেন সিন নদীর ৬ কিলোমিটার দীর্ঘ নৌপথ।

১২টি ভাগে ভাগ করা অনুষ্ঠানে অংশ নিবেন তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী। শিল্পীরা থাকবেন সিন নদীর দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভে। এই অনুষ্ঠানের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।

২৭ জুলাই প্রথম পদকের লড়াই হবে শ্যুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট। এবছর রাশিয়ার অ‌্যাথলেটরা যেমন দেশের পতাকা ব‌্যবহার করতে পারবেন না, তেমনি পদক জিতলে জাতীয় সংগীতও গাইতে পারবেন না। তাঁদের খেলতে হচ্ছে ‘নিউট্রাল অ‌্যাথলেট’ হিসেবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করায় বেলারুশের প্রতিযোগীদেরও খেলতে হচ্ছে ‘নিউট্রাল অ‌্যাথলেট’ হিসেবে।

বিশ্ব অলিম্পিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম মাসকট। আয়োজক দেশের সংস্কৃতির পরিচয় বহন করে এই মাসকট। এবারের গেমসের মাসকট ‘দ্য অলিম্পিক ফ্রাইরেজ’। এর আকৃতি দেওয়া হয়েছে ছোট্ট ট্র্যাডিশনাল ফ্রাইরেজ হ্যাট বা টুপির মতো। স্বাধীনতা, ঐক্য, সামাজিক ও মানবিক কাজে সংঘবদ্ধ হওয়ার প্রতীক এই ফ্রাইরেজ হ্যাট।

ফরাসি বিপ্লবের ইতিহাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই প্রতীক। রোমান সভ্যতার সময়ে যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলেন, তাদের স্বাধীনতাকে তুলে ধরে এই টুপি।লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে এই মাসকটকে। এর মূল উদ্দেশ্য সব মানুষ একসঙ্গে কাজ করলে বিশ্বকে কত সুন্দর করে তোলা যায়= সেই বার্তার প্রসার ঘটানো।

প্রাইজমানি: অলিম্পিক গেমসে অ্যাথলেটরা সাধারণত অর্থ পেয়ে থাকেন তাঁদের স্পনসরদের কাছ থেকে। তাই অলিম্পিক গেমসের প্রাচীন বা আধুনিককালের কোনো সময়েই পদকজয়ীরা কোনো প্রাইজমানি পান না।

ব্যতিক্রম হচ্ছে এবার। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন ঘোষণা দিয়েছে প্রাইজমানির। প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৪৮টি ইভেন্টের অ্যাথলেটদের জন্য তারা প্রাইজমানি দেবে ২.৪ মিলিয়ন ডলার। সোনাজয়ী অ্যাথলেটদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার ডলার।

এই অর্থ প্রতি চার বছরে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনকে দেওয়া আইওসির অনুদান থেকে দেওয়া হবে। রুপা বা ব্রোঞ্জ জেতা অ্যাথলেটদের এবার কোনো অর্থ পুরস্কার দেওয়া হবে না। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে তাদেরও অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো।

এদিকে ৩৩তম গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিক গেমস উপলক্ষে ফরাসী সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এর আগে বুধবার (১৭ এপ্রিল) অলিম্পিক গেমস শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে প্যারিসের পুলিশ শহরের দক্ষিণ উপকণ্ঠের ‘ভিট্রি-সুখ-সেইন’ এলাকার একটি বড় অভিবাসী ক্যাম্প উচ্ছেদ
করেছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »