বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রিয়ার তরুণ উদীয়মান রাজনীতিবিদ এবং ভিয়েনার ২৩নং ডিসট্রিক্টের কাউন্সিলর মাহমুদুর রহমান (নয়ন) এর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে দীর্ঘ আলোচনা
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৩ জুলাই) অস্ট্রিয়ান বর্তমান ক্ষমতাসীন পিপলস পার্টির (ÖVP) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। সম্মেলনে ÖVP দলের নীতি নির্ধারক সহ বিভিন্ন রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান অস্ট্রিয়ান পিপলস পার্টির তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান (নয়ন) গতকাল কমিউনিটির
একটি বিক্ষোভ অনুষ্ঠানে বলেছিলেন যে, বর্তমান বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী কর্তৃক
গুলিবর্ষণে শতাধিকের ওপরে শিক্ষার্থীর নিহতদের বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করবেন।
সে হিসাবে মাহমুদুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সাথে পূর্ব থেকেই এর জন্য এপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন। নয়ন আমাদের ইউরো বাংলা টাইমসের স্থানীয়
প্রতিনিধিকে জানান, সম্মেলন শেষে বিকাল ৬ থেকে ৭টা পর্যন্ত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি
নিয়ে বিশদ আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী শ্যালেনবার্গ জানান,পররাষ্ট্রমন্ত্রণায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং ভারতের নয়াদিল্লীতে অষ্ট্রিয়ার রাষ্ট্রদূত পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার মিডিয়ার ওপর কড়াকড়ি নিয়ন্ত্রণ করায় পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন,আমাদের পররাষ্ট্রমন্ত্রণালয় একাধিক আন্তর্জাতিক সূত্র থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ
করছে।
তিনি আরও বলেন,পরবর্তী পরিস্থিতির ওপর ভিত্তি করে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ও ইইউর একটি সম্মিলিত বিবৃতির ব্যাপারে ইতিমধ্যেই আমার সাথে
বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রাথমিক আলোচনা হয়েছে।
উল্লেখ্য যে,বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান (নয়ন) ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চীফ মাহবুবুর রহমান এর ছেলে। নয়ন ছাত্র থাকাকালীন অবস্থায় অস্ট্রিয়ান পিপলস পার্টির ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। নয়ন অস্ট্রিয়ার ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ভিপি হিসেবে ১.১ মিলিয়ন ছাত্র ছাত্রীদের ১ বৎসরের জন্য নেতৃত্ব দেন।
মাহমুদুর রহমান নয়ন আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে ÖVP থেকে নির্বাচন করবেন, তাকে এব্যাপারে পার্টী থেকে নিশ্চিত করা হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর