ভিয়েনার জাতিসংঘ অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশী স্টুডেন্ট ইন অস্ট্রিয়া,অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি এবং সিটিজেন মুভমেন্ট ইন অস্ট্রিয়া

ভিয়েনা ডেস্কঃ সোমবার (২২ জুলাই) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ অফিসের সামনে প্রায় দুই ঘন্টার ওপরে বাংলাদেশের সরকার কর্তৃক কোটা সংস্কার আন্দোলনে নিরাপত্তা বাহিনী দিয়ে নিরীহ শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ছাড়াও কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তারা দেশের জাতীয় পতাকা ও বিভিন্ন প্লাকার্ড নিয়ে প্রচণ্ড রোধের মধ্যে এই দীর্ঘ সময় দাঁড়িয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। তাছাড়াও বিক্ষোভ অনুষ্ঠানে জাতিসংঘে অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশে কয়েকজন অস্ট্রিয়ান নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এই বিক্ষোভ অনুষ্ঠানে ভিয়েনায় বসবাসরত প্রবাসী শিক্ষার্থী ছাড়াও অস্ট্রিয়ার সালজবুর্গ ও আপার অস্ট্রিয়ার রাজধানী লিন্জ (Linz) থেকেও অনেক প্রবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা সরকার কর্তৃক শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ করে বিচার ও সরকারের পদত্যাগ দাবী করেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিক্ষোভ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) তরুণ রাজনীতিবিদ এবং ২৩নং ডিসট্রিক্টের কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন। নয়ন অস্ট্রিয়ার আগামী সংসদ নির্বাচনের একজন প্রার্থী। নয়ন তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ সরকার কর্তৃক টেলিকমিউনিকেশন সহ অন্যান্য প্রযুক্তিবিষয়ক সার্ভিস বন্ধ রাখায় বিস্ময় প্রকাশ করেন।

তিনি আরও জানান,আগামীকাল অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ এর সাথে এক আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়টি
নিয়ে আলাপ হবে। শীঘ্রই অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং আসবে বাংলাদেশ বিষয়ে।

জাতিসংঘ অফিসের সামনে বিক্ষোভ শেষে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর
একটি স্মারকলিপি উপস্থিত প্রটোকল অফিসারের হাতে তুলে দেয়া হয়। এসময় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
মাসুদুর রহমান মাসুদ, হাজী মোশাররফ হোসেন, এনামুল হক আব্দুল্লাহ রানা এবং মামুন হাসান প্রমুখ।

আর শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান, মো: হাসিবুর রহমান, তাছনুবা তাবাছ্ছুম ও হোসেন মো: ,শাহাদাত।

বিক্ষোভ সমাবেশে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে যারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তারা হলেন যথাক্রমে মাসুদুর রহমান মাসুদ, মামুন হাসান, দেলোয়ার হোসেন,রুহুল আমিন, রওনক আফজা, মাহবুবুর রহমান, এছানউল্লা আলমগীর, মাহাবুবুল ইসলাম, হাওলাদার আনোয়ার কামাল, হাজী মোশারফ হোসেন, এনামুল হক আব্দুল্লাহ রানা, লিয়াকত আলী,জসীমউদ্দীন সরকার,আব্দুল মান্নান,আবুল কাশেম, জাকারিয়া সাইমুম, হেলাল উদ্দিন, মোহাম্মদ সুমন, সাইদুর রহমান আজহারী, মহিউদ্দিন মাসুম, মোহাম্মদ শাহাজাদা, মাহমুদুর রহমান নয়ন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »