পিরোজুপর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে (২৪) কে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
নির্যাতনের শিকার ভুক্তভোগীর মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ ভিত্তিতে পুরিশ অভিযুক্ত নজরুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ মার্চ) উপজেলার তেলিখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বুদ্ধিপ্রতিবন্ধী ওই যুবতীকে বাড়ী রেখে তার মা তার ছোট মেয়ে নিয়ে সকালে জরুরী কাজে পার্শ্ববর্তী ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে বোনের বাড়িতে আসেন। এ সময় মেয়েটির দিনমজুর বাবা ও ছোট ভাই বাড়ীতে থাকলেও প্রয়োজনে প্রতিদিনের মত ঘরের বাহিরে ছিল। এ সুযোগে একই গ্রামের মৃত তজুমুদ্দিন হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম ওই রাতের সাড়ে নয়টার দিকে ফাঁকা ঘরে কৌশলে প্রবেশ করে এবং বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোড় পূর্বক বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় প্রতিবন্ধী মেয়েটির ছোট ভাই (১৮) ঘরে প্রবেশ করে বোনকে ধর্ষনের চেষ্টায় ধস্তাধস্তির ওই দৃশ্য দেখতে পেয়ে নজরুলকে আটকের চেষ্টা করে। এ সময় অভিযুক্ত নজরুল তাকে মারপিট করে পালিয়ে যায়। এ সময় ছোট ভাইয়ের ডাক চিৎকারে বাড়ীর পাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক নজরুল দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে ওইদিন রাতেই একটি
মামলা দায়ের করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস


























