হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবৈধভাবে আসা ১১টি ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলি যেশ। জব্দকৃত চিনির দাম আড়াই কোটি টাকার বেশি।
শায়েস্তাগঞ্জ থানায় গ্রেপ্তারকৃতরা হলেন- নিজাম উদ্দিন (৩৮), মুক্তার হোসেন (২৬), সাজ্জাত আলী (৪৫), মো. তামীম (১৯), হারুন আল হাবিব রশিদ(২৬),রুবেল আলী(৪০), হানিফ আলী(২০), ফখরুল ইসলাম(৪২), আকমল হোসেন(২৫), মোয়াজ্জেম আলী(২৫), সেলিম রেজা(৪৭), রকি মিয়া(২২) ও রাজিব আলী (২৩)। তারা রাজশাহী ও সিলেটের বাসিন্দা।
শুক্রবার (৭ জুন) সকালে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেউন্দি মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চিনির এ চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এসব চিনি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে।
অপরদিকে একইদিন সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ মুছাই পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ৬জনকে গ্রেপ্তার করে। ট্রাকভর্তি এসব চিনি রাখা হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর গ্রামের জাহাঙ্গীর ভূঁইয়া, সিলেট কানাইঘাট কায়স্থ গ্রামের মাসুম আহমেদ, বায়মপুর গ্রামের আছিম আহমদ, সিলেট জকিগঞ্জের খোলা দাপিয়া গ্রামের রন্টু বাবু, সবুর মিতা, আকাশ মল্লিক গ্রামের ফয়সাল মিয়া।
হাইওয়ে থানার থানার ওসি তৈয়বুল ইসলাম বলেন, সার্কেল সারের নির্দেশে চিনিসহ চালক ও হেলপারদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস