ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গনে বাংলা বর্ষবরণ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ সোমবার (২০ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে এক জাঁকজমকপূর্ণ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দূতাবাস প্রাঙ্গনে এই বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন দূতাবাসের কাউন্সিলর তারাজুল ইসলাম। দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম উপস্থিত সকলকে দূতাবাসের পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার
হাফিজুর রহমান নাসিম।
তাছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ সভাপতি মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি ও বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সহ সভাপতি রবিন মোহাম্মদ আলী, আওয়ামী লীগের সহ সভাপতি বিল্লাল খান।
আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান, নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ প্রমুখ।
অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল চৌধুরী, অস্ট্রিয়া বাংলাদেশ সিনিয়র ক্লাবের সহ- সভাপতি সাইফুল ইসলাম জসিম ও সাধারণ সম্পাদক শাহ্ কামাল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল একাডেমীর পরিচালক জান্নাতুল ফরহাদের নেতৃত্বে এই সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
তাছাড়াও কমিউনিটির শিশু মেয়েরা একটি পুতুল নাচ পরিবেশন করে। যা উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। কমিউনিটির তরুণী মালিহা রবিন সহ কমিউনিটির অনেক শিল্পী একক সঙ্গীত পরিবেশন করে।
বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অস্ট্রিয়ার তথ্য অনুযায়ী দূতাবাসের আমন্ত্রণে সাড়া দিয়ে অস্ট্রিয়া ছাড়াও প্রতিবেশী হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী, ছাত্র ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস