বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম মসজিদের ২০২৪-২৬ সালের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২৬ এপ্রিল) ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রাণের স্পন্দন বায়তুল মোকারম মসজিদের জন্য ২০২৪-২৬ সালের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আওলাদ হোসেন খান।
এই সময় বিপুল সংখ্যক মুসল্লিদের সাথে আরও উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার নজরুল ইসলাম চৌধুরী, আলী আহমেদ ও কুতুবউদ্দিন বখতিয়ার।
উল্লেখ্য যে,নতুন কমিটিতে কমিউনিটির বেশ কিছু তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারমধ্যে অন্যতম অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির স্থানীয় তরুণ রাজনীতিবিদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান নয়ন।
নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আকতার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধিকে জানান, কমিউনিটির প্রাণের স্পন্দন এই বায়তুল মোকারম ইসলামিক সেন্টার মসজিদকে নতুন করে কমিউনিটির
মুসল্লিদের কাছে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে নতুন কমিটি কাজ করবে।
তারা আরও জানান, ক্রমান্বয়ে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের মসজিদের কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তারা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকল সন্মানিত মুসল্লিদের নিজেদের প্রাণের মসজিদে ফিরে আসার উদাত্ত আহবান জানান।
বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদের ২০২৪-২৬ সালের কার্যকরী কমিটির নব নির্বাচিত সদস্যরা হলেন,
■ সভাপতি : মোহাম্মদ আকতার হোসেন
■ সহ সভাপতি : মোহাম্মদ ইকবাল মোস্তারী
■ সহ সভাপতি : শাহ্ কামাল
■ সহ সভাপতি : বিল্লাল খান
■ সাধারণ সম্পাদক : মাহবুবুর রহমান
■ সহ সাধারণ সম্পাদক : এমেল শেখ রাসেল
■ কোষাধ্যক্ষ : এহছান উল্লাহ আলমগীর মোহাম্মদ
■ সহ কোষাধ্যক্ষ: খন্দকার হাফিজুর রহমান নাসিম
■ সাংস্কৃতিক সম্পাদক : বিল্লাল হোসেন
■ সহ সাংস্কৃতিক সম্পাদক : শফিকুল ইসলাম
■ সদস্য : মোহাম্মদ আসফাক আক্তার
■ সদস্য : আসিফ মোহাম্মদ জাহাংগীর
■ সদস্য : মাহমুদুর রহমান নয়ন
কবির আহমেদইবিটাইমস