ভিয়েনা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক চাপায় ৫টি গাড়ির নারী ও শিশুসহ ১১ যাত্রীর প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিক্সা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১.৪০ মিনিটে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় বরিশালগামী সিমেন্ট বোঝাই ট্রাক এ দুর্ঘটনা ঘটায়। ঝালকাঠি পৌর এলাকার পশ্চিম প্রান্তে কিফাইত নগর এলাকার পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মৃত্যু ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উদ্ধার কাজে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম তত্তাবধান করছিলেন।

স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।  টোল প্লাজায় অবস্থানরত ১ মাইক্রোবাস বিবাহের যাত্রীবাহী ও ৩টা অটোরিক্সা ও১টি পিকআপসহ ৫টি যানবাহন টোল দেয়ার জন্য অপেক্ষমান থাকা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে। ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটো রিক্সাটি দুমড়ে মুচরে বিধ্বস্ত হয়।

স্থানীয়রা এবং ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। এতে রক্তাক্ত অনেক দেহ বের করা হয়। টোলপ্লাজার কর্মীরাও রয়েছে। উদ্ধারকৃত ক্ষবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে ১১জনকে মৃত ঘোষণা করা হয় এবং ২০জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিতসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ সুপার জানান গাবখান ব্রিজ টোল প্লাজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোকে নিয়ে খাদে পড়ে। টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকজন হতাহত হন। এতে শিশুসহ ১১জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক চাপায় ৫টি গাড়ির নারী ও শিশুসহ ১১ যাত্রীর প্রাণহানি

আপডেটের সময় ১২:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিক্সা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১.৪০ মিনিটে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় বরিশালগামী সিমেন্ট বোঝাই ট্রাক এ দুর্ঘটনা ঘটায়। ঝালকাঠি পৌর এলাকার পশ্চিম প্রান্তে কিফাইত নগর এলাকার পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মৃত্যু ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উদ্ধার কাজে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম তত্তাবধান করছিলেন।

স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।  টোল প্লাজায় অবস্থানরত ১ মাইক্রোবাস বিবাহের যাত্রীবাহী ও ৩টা অটোরিক্সা ও১টি পিকআপসহ ৫টি যানবাহন টোল দেয়ার জন্য অপেক্ষমান থাকা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে। ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটো রিক্সাটি দুমড়ে মুচরে বিধ্বস্ত হয়।

স্থানীয়রা এবং ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। এতে রক্তাক্ত অনেক দেহ বের করা হয়। টোলপ্লাজার কর্মীরাও রয়েছে। উদ্ধারকৃত ক্ষবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে ১১জনকে মৃত ঘোষণা করা হয় এবং ২০জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিতসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ সুপার জানান গাবখান ব্রিজ টোল প্লাজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোকে নিয়ে খাদে পড়ে। টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকজন হতাহত হন। এতে শিশুসহ ১১জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বাধন রায়/ইবিটাইমস