ভিয়েনায় ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের রেজিস্ট্রেশন সম্পন্ন

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সমমনা বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনটিতে রয়েছেন ইউরোপের ও বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২৯ মার্চ) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পুলিশ প্রশাসনের “সংগঠন বিষয়ক পুলিশ অফিস ” (Vereinspolizei) এর অফিস ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এর নাম রেজিস্ট্রেশনের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩০ মার্চ ২০২৪ থেকে সংগঠনটির রেজিস্ট্রেশন কার্যকর হবে।

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর রেজিস্ট্রেশন নাম্বার (Reg. No. 1502805540)। এটি ইইউর কেন্দ্রীয় সার্ভারে নথিভুক্ত হওয়ায় কিছু অতিরিক্ত ফি প্রদান করতে হয়েছে।

ইতিপূর্বে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষে অস্ট্রিয়া তথা ইউরোপীয়ান ইউনিয়নে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন
স্বাগতিক দেশ অস্ট্রিয়া থেকে সংগঠনটির সদস্য ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান ও নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক)
কবির আহমেদ।

উল্লেখ্য যে, কয়েক মাস পূর্বে এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে এই ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন ( EBJA) গঠন করা হয়।

ইইউতে রেজিস্ট্রেশন ছাড়াও বর্তমানে সংগঠনটির নিজস্ব লোগো, ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজ রয়েছে।

সংগঠনটি গঠনের আসল উদ্দেশ্য হলো,ইউরোপে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও জাতীয় সম্প্রচার কেন্দ্র সমূহের ইউরোপ প্রতিনিধি
এবং ইউরোপের বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এক প্লাটফর্মে আনয়ন করা।

এর ফলে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি একান্তবর্তী পরিবার গঠিত
হলো।

সংগঠনটির কার্যকরী কমিটির নাম এখনও ঘোষণা করা হয় নি। শীঘ্রই এক ভার্চুয়াল/সরাসরি বৈঠকের মাধ্যমে ২১ সদস্যের কার্যকরী কমিটির নাম
ঘোষণা করা হতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »